Kolkata

পদযাত্রায় জনস্রোত, এনআরসি সিএএ হতে দেবনা, বললেন মুখ্যমন্ত্রী

সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচির সোমবার ছিল প্রথম দিন। এদিন বেলা ১টায় রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী। মিছিলে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা ছাড়াও ছিলেন সমাজের অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টরা। মিছিল শুরুর আগেই মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করান যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে। কোনও হিংসা নয়।

মিছিল রেড রোড, মেয়ো রোড, ধর্মতলা, হয়ে স্টেটসম্যান ভবনের সামনে দিয়ে এগিয়ে চাঁদনি হয়ে যোগাযোগ ভবনের সামনে দিয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে পৌঁছয় জোড়াসাঁকোয় প্রবেশের রাস্তার মুখে। এখানেই সেন্ট্রাল এভিনিউয়ের ওপর একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। বেলা ২টোয় মিছিল এসে পৌঁছয় এখানে। যে মিছিল ১টায় শুরু হয়েছিল তা জোড়াসাঁকো পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বহরে অনেকটাই বড় হয়ে যায়।


মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা দেখতে বহু সাধারণ মানুষ এদিন রাস্তার ২ ধারে ভিড় জমান। জোড়াসাঁকোর মঞ্চে সংশোধিত নাগরিকত্ব আইনের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কিছুটা বকুনিও খান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন ফের একবার সকলের উদ্দেশ্যে জানান তিনি কিছুতেই এনআরসি, সিএএ হতে দেবেন না। তিনি বেঁচে থাকতে নয়। পাশাপাশি এও দাবি করেন কিছু মানুষ আখের গোছাতে ট্রেনে, বাসে আগুন দিচ্ছে। কোনও ট্রেন, বাস, পোস্ট অফিস বা অন্য কোথাও আগুন দেওয়া থেকে বিরত থাকতে বলেন মুখ্যমন্ত্রী। জানান গণতান্ত্রিক পদ্ধতি মেনে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button