সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন কোণায় হিংসাত্মক ঘটনা ঘটছে। বিক্ষোভকারীরা প্রতিবাদের নামে তাণ্ডব চালাচ্ছেন। ট্রেনে আগুন ধরানো হচ্ছে। বাসে আগুন ধরানো হচ্ছে। রাস্তা অবরোধ করা হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ভাঙচুর হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি প্রতিবাদের নামে এ ধরনের গুণ্ডামি বরদাস্ত করবেননা। এনআরসি-সিএএ বিরোধী প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে এদিন ফের একবার সেই প্রসঙ্গ সামনে আনলেন তিনি। জোড়াসাঁকোয় মিছিল শেষ হওয়ার পর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সকলকে অনুরোধ করেন ট্রেনে আগুন না ধরাতে। বাসে আগুন না ধরাতে। পথ বা ট্রেন অবরোধ না করতে।
মুখ্যমন্ত্রী বলেন, ট্রেনে আগুন ধরানোর ফলে কেন্দ্র অনেক ট্রেন বন্ধ করে দিয়েছে। তাতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই এসব হিংসা থেকে দূরে থাকতে বলেন তিনি। পরামর্শ দেন আন্দোলন হবে, তবে তা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে হবে। তিনি এও দাবি করেন, বেশ কিছু মানুষ নিজেদের আখের গোছাতে এসব কাণ্ড করছে।
ট্রেনে আগুন, ভাঙচুর। স্টেশন ভাঙচুর। রেল অবরোধকে কেন্দ্র করে একের পর এক ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে। বহু মানুষ প্রবল হয়রানির শিকার হয়েছেন। সকলেই যে বেড়াতে যাচ্ছিলেন তাও নয়। অনেকে চিকিৎসার জন্য, কেউ চাকরির জন্য, কারও ব্যবসার জন্যও ট্রেনে সফর করার কথা ছিল। তাঁরা শেষ মুহুর্তে জানতে পেরেছেন তাঁদের ট্রেন বাতিল হয়েছে। ফলে হয়রানির শিকার সাধারণ মানুষ হচ্ছেন।