Kolkata

গোষ্ঠীকোন্দল বরদাস্ত নয়, বুঝিয়ে দিলেন মমতা

দলে গোষ্ঠীকোন্দলের বিরুদ্ধে খোলাখুলি ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মিসভায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন সব্যসাচী দত্ত, পূর্ণেন্দু বসু, সুজিত বসু, কাকলি ঘোষ দস্তিদার সহ দলের কোনও নেতাই দলের উর্ধ্বে নন। মুখ্যমন্ত্রীর গলায় এদিন বাছা বাছা নেতার নাম উঠে আসায় দলের অন্দর মহলেই এ নিয়ে কানাঘুষো শুরু হয়েছে।

মমতার দাবি, বিধানসভা নির্বাচনে এই গোষ্ঠীকোন্দলের গুনাগার দিতে হয়েছে দলকে। ভোটের আগে মালদায় একধরণের সামন্ততান্ত্রিক মানসিকতার ফলও দলকে ভুগতে হয়েছে বলে দাবি করেছেন তিনি। মমতার মতে, শুধু দলীয় কোন্দলের কারণে রাজ্যে কিছু না হলেও ১৫ থোকে ২০টা আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। যারমধ্যে তমলুকের মত আসনও রয়েছে। এদিন গোষ্ঠীকোন্দলের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সরাসরি সতর্ক করেছেন মমতা। গোষ্ঠীকোন্দল যে তিনি কোনওভাবেই বরদাস্ত করবেন না তাও এদিন সকলকে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button