২০১৭ সালে এসেছিলেন পুরীর মন্দিরে। ফের এলেন। দেশবাসীর জন্য শান্তি কামনা করে পুজোও দিয়েছেন। তাঁর হৃদয় কাঁদছিল। তাই পুজো দিতে আসা। দিল্লির জন্য শান্তি কামনা করেছেন তিনি। বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান যে তিনি পুজো দেওয়ার পর তাঁকে পুরীর মন্দিরের ধ্বজা উপহার স্বরূপ দেওয়া হয়। এটা পেয়ে তিনি খুশি।
মুখ্যমন্ত্রী অবশ্য এদিন সাংবাদিকদের যাবতীয় রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেছেন। সে দিল্লির পরিস্থিতিই হোক বা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক। শুধু এটুকু জানান যে নবীন পট্টনায়েকের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। এর বাইরে কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর তিনি দেননি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যথেষ্ট সাবধানী।
গত মঙ্গলবার সন্ধেয় ওড়িশা পৌঁছন মুখ্যমন্ত্রী। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রীর একার নয়। ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে থাকছেন। আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠক। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহর একান্ত বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এই বৈঠকের দিকে চেয়ে অনেকেই। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর মন্দিরে পুজো দিলেন এদিন।