রাজ্যসভায় ৪ প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যসভায় তৃণমূলের ৪ প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নারী দিবসে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সবসময়ই নারী শক্তির উন্নয়নে সচেষ্ট থেকেছেন।
রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ৪ প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সবসময়ই নারী শক্তির উন্নয়নে সচেষ্ট থেকেছেন। তিনি খুশি যে যে ৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল তার অর্ধেক নারী। যদিও ৪ জনের মধ্যে ৩ জনই এমন প্রার্থী যাঁরা গত লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে নাম রয়েছে অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নুর, সুব্রত বক্সি ও দীনেশ ত্রিবেদীর। এঁদের মধ্যে ২০১৯ লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে পরাজিত হয়েছেন অর্পিতা ঘোষ, মালদা উত্তর কেন্দ্র থেকে মৌসম বেনজির নুর এবং ব্যারাকপুর কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদী হেরে যান। এঁদের ৩ জনই এবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন।
সিপিএম বা কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গ থেকে কাকে প্রার্থী করা হবে তা পরিস্কার নয়। এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। কোনও একটি দলের প্রার্থীকে অন্য দল সমর্থন দেবে কিনা তাও পরিস্কার নয়। বিষয়টি নিয়ে ২ দলের নেতৃত্বই আলোচনা চালাচ্ছেন। তার আগেই তৃণমূল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল।