রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা বন্ধ রাখা হবে ৩১ মার্চ পর্যন্ত। এই নির্দেশিকা গত শনিবারই জারি করেছিল রাজ্য সরকার। সোমবার তা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই বন্ধ থাকার মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত করে দিয়েছেন। অর্থাৎ পয়লা বৈশাখের পরদিন পর্যন্ত আপাতত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় কোনও ওষুধ নেই। তাই প্রিভেনশনই একমাত্র পথ। বেসরকারি হাসপাতালগুলিকে রোগী না ফেরানোর অনুরোধ করেন তিনি। করোনা উদ্বেগে রাজ্যের অনেক জায়গাই বন্ধ হতে শুরু করেছে। বিভিন্ন দ্রষ্টব্য স্থানে তালা ঝুলেছে। পর্যটন বড় ধাক্কা খেয়েছে। মুখ্যমন্ত্রী এদিন অবশ্য জানিয়ে দিয়েছেন স্কুল, কলেজের পরীক্ষা হবে।
১৪ এপ্রিল এবার বাংলা নববর্ষ। এটি পড়েছে মঙ্গলবার। তার আগের দিন চড়কসংক্রান্তি সোমবার। তার আগের সপ্তাহে পড়ছে মহাবীর জয়ন্তী, শবেবরাত এবং গুড ফ্রাইডে। ফলে ওই সপ্তাহেও ৩টি ছুটি ছিল। সবই এই বন্ধ থাকার আওতায় ঢুকে গেল। করোনা থেকে বাঁচতে যাবতীয় সরকারি পরামর্শও মানার জন্য প্রশাসনের তরফে রাজ্যবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।