বৃহস্পতিবার বিকেলে আচমকা রাস্তায় বার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবারই তিনি নবান্নে বোর্ডে এঁকে বুঝিয়ে দিয়েছিলেন বাজার করতে বার হলেও দোকানের সামনে কীভাবে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। সেটা মানা হচ্ছে কিনা, সকলে সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা, এসব দেখতে বেরিয়ে তিনি প্রথমেই হাজির হন পোস্তা বাজারে। তারপর জানবাজারে। সেখান থেকে পাশেই তালতলা বাজারে। এরপর গড়িয়াহাট।
মুখ্যমন্ত্রী এদিন রাস্তায় পড়ে থাকা একটি ইট তুলে নিয়ে নিজেই রাস্তায় গোল করে গণ্ডি এঁকে বুঝিয়ে দেন কীভাবে দূরত্ব বজায় রাখতে হবে। কিছু জায়গায় মানুষ যে দূরত্বে ছিলেন তা তাঁর পছন্দ হয়নি। সেটাও বুঝিয়ে দেন। বলে দেন এই গণ্ডি মেনে যেন সকলে দাঁড়ান। সেইসঙ্গে বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। জানতে চান আনাজ আনতে তাঁদের সমস্যা হচ্ছে কিনা। পথচলতি কয়েকজনের সঙ্গেও কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন আচমকাই বার হয়ে পরিস্থিতি ঘুরে দেখেন। এদিকে লকডাউন সত্ত্বেও রাস্তায় কিন্তু কয়েকজন মানুষ বেরিয়ে পড়ছেন। এমনকি ভুয়ো কাগজ দেখিয়েও রাস্তায় ঘোরা নিশ্চিত করার চেষ্টা করেন কয়েকজন। যদিও পুলিশ তাঁদের ফেরত পাঠিয়ে দেয়। কয়েকজনকে শাস্তিও দেন পুলিশকর্মীরা। করোনা রুখতে বাড়িতে থাকার পরামর্শ যে কতটা গুরুত্বপূর্ণ তা বারবার বোঝানোর চেষ্টা সত্ত্বেও এখনও কিছু মানুষের হুঁশ ফেরানো যাচ্ছেনা।