দেশজুড়ে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। ক্রমশ কঠিন হচ্ছে চ্যালেঞ্জ। এর সঙ্গে লড়তে যেমন মানুষকে বাড়িতেই থাকার পরামর্শ দিচ্ছে সরকার, তেমনই সরকারের দিক থেকে যা যা করা যায় তা কেন্দ্র ও রাজ্য সরকার করে চলেছে। ফলে সরকারের তরফে ব্যয়ভার বেড়েছে। করোনার সঙ্গে লড়াইয়ে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা জোগাড় করতে দেশবাসীকে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে দান করতে বলা হয়েছে।
করোনার সঙ্গে লড়াইয়ে প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ডে এবার তাঁর তরফ থেকে ৫ লক্ষ টাকা দান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই অর্থ প্রদানের কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যের তৈরি ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড–এও করোনার বিরুদ্ধে লড়াই করতে তিনি আরও ৫ লক্ষ টাকা দান করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, তিনি একজন বিধায়ক হিসাবে বা মুখ্যমন্ত্রী হিসাবে কোনও বেতন নেন না। তিনি ৭ বারের সাংসদ হয়েও কোনও সাংসদ পেনশন নেন না। তিনি জানান, তাঁর অর্থ উপার্জনের পথ হল তাঁর সৃজনশীল কাজকর্ম। তিনি যে বইগুলি লেখেন বা যে গান তৈরি করেন তার রয়ালটি হল তাঁর উপার্জনের রাস্তা।