হাওড়ার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সকলকে বাড়ি থাকার পরামর্শ
হাওড়া, কলকাতায় সশস্ত্র পুলিশ মোতায়েনের কথাও বলেন মুখ্যমন্ত্রী। যদিও কেন্দ্র কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরকে রেড জোনে ফেলেছে।
হাওড়ার করোনা পরিস্থিতি বেশ খারাপ। তাই সেখানে সকলকে বাড়ি থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রয়োজনে খাবার প্রশাসনের তরফে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। হাওড়া আরবান-এর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাঁদের রাতদিন এক করে কাজ করে করোনার ওপর নিয়ন্ত্রণ আনার পরামর্শ দেন। সেইসঙ্গে তিনি বলেন, হাওড়াকে আগামী ১৪ দিনের মধ্যে অরেঞ্জ জোনে নিয়ে আসতে হবে। সেখানে গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হাওড়ায় মানুষ যাতে লকডাউন কঠোরভাবে মেনে চলেন সেজন্য পুলিশ প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশ দেন। হাওড়া, কলকাতায় সশস্ত্র পুলিশ মোতায়েনের কথাও বলেন তিনি। যদিও কেন্দ্র কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরকে রেড জোনে ফেলেছে। মুখ্যমন্ত্রী এদিন জানান যে পূর্ব মেদিনীপুর ইতিমধ্যেই অরেঞ্জ জোনে এসে গেছে। কলকাতাকে দ্রুত অরেঞ্জ জোনে আনতে প্রয়োজনে আরও কঠোর হতে পুলিশকে নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী বারবার মানুষকে লকডাউনে ঘরে থাকার কথা বলেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন। কিন্তু তার পরেও বাজার এলাকায় মানুষ কিছুক্ষেত্রে সামাজিক দূরত্ব মানছেন না। মাস্ক বাধ্যতামূলক করা সত্ত্বেও কিছু ক্ষেত্রে মানুষকে মাস্ক ছাড়াই ঘুরতে দেখা যাচ্ছে। এগুলো থেকে বিরত থাকার পরামর্শই দিয়েছেন মুখ্যমন্ত্রী।