রেড জোনকে ৩ ভাগে ভাঙা হবে, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে যে রেড জোনগুলি রয়েছে সেসব এলাকা ৩ ভাগে ভেঙে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ লকডাউনের পর ক্রমশ স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অরেঞ্জ ও গ্রিন জোনে অনেক ছাড় ঘোষণা করা হয়েছে। এবার রেড জোনেও ছাড়ের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। রেড জোনেও বাস, ট্যাক্সি চালু করার ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া রেড জোনকে ৩ ভাগে ভাঙা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ, বি ও সি- এই ৩ ভাগে ভেঙে দেওয়া হবে রেড জোনকে। সেই অনুযায়ী স্থির হবে ছাড়ের পরিমাণ।
রেড জোনের ৩টি ক্যাটাগরির মধ্যে এ ক্যাটাগরিতে যে এলাকা পড়বে সেখানে কড়াভাবে লকডাউন লাগু থাকবে। কোনও ছাড় এই ক্যাটাগরিতে থাকা এলাকা পাবে না। বি ক্যাটাগরিতে থাকা এলাকাগুলিতে তুলনায় বেশ কিছু ছাড় পাওয়া যাবে। সি ক্যাটাগরিতে তার চেয়েও বেশি ছাড় মিলবে। তবে এই ছাড় কেমন কী হবে তা স্থির করবে পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য সরকার রাজ্যের মানুষের সমস্যা সম্বন্ধে ওয়াকিবহাল। তাই ধীরে ধীরে লকডাউনে ধাপ ধাপে ছাড় দেওয়া হবে।
পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে রাজ্যসরকার উদ্যোগী বলেও জানান মুখ্যমন্ত্রী। জানান, ইতিমধ্যে প্রায় ১ লক্ষ শ্রমিককে বিভিন্ন রাজ্য থেকে ফেরানো হয়েছে। আরও শ্রমিককে নিয়ে ফেরার জন্য আগামী দিনে ট্রেন চলবে। বাইরে আটকে থাকা শ্রমিকদের নিয়ে আরও ১০০টির মত ট্রেন রাজ্যে আসবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন ফের জানান, কেন্দ্রের কাছে তাঁরা রাজ্যের প্রাপ্য অর্থ চেয়েছেন। কেন্দ্রের কাছে ৫২ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।