
নেতাজি ইন্ডোরের পর সিন্ডিকেট বিতর্কে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনিক বৈঠকে জেলার তিন দাপুটে নেতা সুজিত বসু, কাকলি ঘোষদস্তিদার ও সব্যসাচী দত্তকে কড়া ভাষায় ধমক দেন তিনি। জেলায় সিন্ডিকেট রাজ ঘিরে বিতর্ক প্রকাশ্যে আসায় দলের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। এরমধ্যে শুরু হয়ে এই তিন নেতার দলবলের মধ্যে সিন্ডিকেটের দখল নিয়ে প্রকাশ্যে মারামারি, খুনোখুনি। ফলে আইনশৃঙ্খলারও অবনতি হচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজারহাট-গোপালপুর থেকে সল্টলেকের বাসিন্দারা। অনেক সংস্থাও সিন্ডিকেটের চোখরাঙানির ভয়ে অফিস করতে একপা এগিয়েও দু’পা পিছিয়ে যাচ্ছে। এই সার্বিক অবস্থা দ্রুত বদলাতে ও সিন্ডিকেট রাজে লাগাম দিতে এই তিন নেতাকে এদিন বকাবকি করেন মুখ্যমন্ত্রী।