২১ মে থেকে শপিং মল ছাড়া প্রায় সব দোকানই খুলছে
২১ মে থেকে প্রায় সব দোকান খুলে দিচ্ছে রাজ্যসরকার। তবে শপিং মল এখনই খুলছে না। শর্তসাপেক্ষে ২৭-এ খুলছে হকার্স মার্কেট।
কলকাতা : রাজ্যে লকডাউন শিথিল করে ক্রমশ স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর রাস্তায় হাঁটতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোন ভেঙে তা ভাগ করে যেসব এলাকায় করোনা সংক্রমণ বেশি সেখানে বিধিনিষেধ রেখে বাকি অংশকে স্বাভাবিক করতে চাইছেন তিনি।
প্রায় ২ মাস ধরে স্তব্ধ গোটা রাজ্য। যানবাহন থেকে দোকানপাট, ব্যবসা সবই খুলে দিতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন জানান, ২১ মে থেকে রাজ্যের অনেক দোকানই খুলে যাচ্ছে। কেবল বন্ধ থাকছে শপিং মল। ২১ শে খুলছে না হকার্স মার্কেটও। তবে হকার্স মার্কেট খুলবে ২৭ মে। ক্রমশ রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হলেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যিক।
হকার্স মার্কেটের ক্ষেত্রে ২৭ মে খোলার কথা জানানো হয়েছে শর্তসাপেক্ষে। সেখানে জোড় বিজোড় মেনে দোকান খোলা যাবে। সব দোকান এক দিনে খোলা থাকবে না। কে কবে দোকান খুলতে পারবেন তা স্থির করবে একটি কমিটি। যেখানে মেয়র থাকবেন, পুলিশ কমিশনার থাকবেন, ডিজি থাকবেন। এই কমিটি সিদ্ধান্ত নেবে কোন হকার কোন দিন দোকান খোলার পাস পাবেন। সেই পাস নিয়ে দোকান খুলতে হবে। দোকানদারদের মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক বলেও জানান মুখ্যমন্ত্রী।
২১ মে থেকে রাজ্যের সব দোকান খুলছে। খুলছে সেলুন থেকে বিউটি পার্লারও। তবে সেলুনে কাঁচি বা ব্লেড ব্যবহারের ক্ষেত্রে নিয়ম থাকবে। থাকবে গাইডলাইন। স্টেরিলাইজ না করে কিছুই দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ২১ মে থেকে অন্য দোকান খুললেও রেস্তোরাঁ কিন্তু আপাতত বন্ধই থাকছে। যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে বেশ কিছু ছাড়ের হাত ধরে অনেক ধরনের দোকান খোলাই থাকছে। সেই দোকান খোলার পরিমাণ আরও বাড়তে চলেছে।