কন্টেনমেন্ট জোনকে ৩ ভাগে ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী
কন্টেনমেন্ট জোনকেও এবার ৩ ভাগে ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কী সুযোগ থাকছে তাও পরিস্কার করে দেন তিনি।
কলকাতা : এতদিন রাজ্যে কন্টেনমেন্ট জোন একটাই ছিল। এবার কন্টেনমেন্ট জোনকেও ৩ ভাগে ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। কন্টেনমেন্ট জোনকে এ, বি এবং সি-তে ভেঙে দিয়েছেন তিনি। নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ভেঙে ভেঙে পুরো বিষয়টি বুঝিয়ে দেন।
এ জোন হল এফেক্টেড জোন, বি জোন হল বাফার জোন এবং সি জোন হল ক্লিয়ার জোন। এ জোনে লকডাউন বিধি সম্পূর্ণ বলবত থাকবে। বি জোনে কিছু ছাড়া থাকবে। সি জোন-এ এখন পর্যন্ত দেওয়া সব ছাড়ই মিলবে।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন আগামী ২১ মে থেকে রাজ্যে সব বড়, ছোট দোকান খুলে যাচ্ছে। জেলাগুলির মধ্যে বাস চলাচলও শুরু হয়ে যাচ্ছে। যা এতদিন বন্ধ ছিল। একটি জেলা থেকে অন্য জেলায় বাস চলাচল নিষিদ্ধ ছিল। এদিকে রেস্তোরাঁ বন্ধই থাকছে রাজ্যে। তবে হোটেল খুলে যাচ্ছে। যদিও শর্তাধীনভাবেই সব নিয়মবিধি মেনে হোটেল খুলতে পারবে।
রাজ্যে খেলাও শুরু করা যাবে বলে জানানো হয়েছে। তবে কোনও দর্শক ছাড়াই খেলাগুলি হতে হবে। অর্থাৎ কেন্দ্র চতুর্থ দফার লকডাউন গাইডে যেভাবে স্টেডিয়াম খুলে দেওয়া ও ফাঁকা স্টেডিয়ামে খেলার রাস্তা খুলে দিয়েছিল, সেই রাস্তায় হাঁটল রাজ্যও।
এছাড়া শর্তসাপেক্ষে খুলছে সেলুন ও বিউটি পার্লার। তবে কাঁচি, ব্লেড বা চুল কাটতে ব্যবহৃত সব যন্ত্রপাতি স্টেরিলাইজ করার পরই অন্য জনের চুল কাটায় হাত দেওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।