পরিযায়ী শ্রমিকদের টাকা দিন, কেন্দ্রের কাছে প্রস্তাব মুখ্যমন্ত্রীর
পরিযায়ী শ্রমিকদের আর্থিক সমস্যার সুরাহায় কেন্দ্রের কাছে দরবার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : পরিযায়ী শ্রমিকরা অনেকেই নিজের নিজের বাড়ি ফিরে গেছেন। যেখানে কাজ করতেন সে কাজ গিয়েছে। আড়াই মাস ধরে চলা লকডাউনে যে সামান্য পুঁজি ছিল তাও প্রায় শেষ। চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছেন তাঁরা। এও জানেন না রোজগার কবে গিয়ে পুরনো অবস্থায় ফিরবে। একই অবস্থা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের। তাঁরাও আর্থিকভাবে চরম দুরবস্থার শিকার। এবার এঁদের হিতে কেন্দ্রে কাছে দরবার করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্যুইট করে জানান, পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র ১০ হাজার টাকা করে বরাদ্দ করুক। তাঁদের হাতে এই টাকা তুলে দেওয়া হোক। চরম আর্থিক দুরবস্থার মধ্যে তাঁরা পড়েছেন। তাঁদের সাহায্য করুক সরকার। করোনার সঙ্গে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রীর কেয়ারস ফান্ড থেকে এই টাকা দেওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের কয়েক মিনিট আগেই এই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। করোনা নিয়ে তাঁর এই প্রস্তাব মন্ত্রিসভায় আলোচিত হবে কিনা জানা নেই। তবে মন্ত্রিসভার বৈঠকে এই প্রসঙ্গে সিদ্ধান্ত হলে আখেরে পরিযায়ী শ্রমিকদের ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের যে উপকার হবে তা বলাই বাহুল্য।