Kolkata

লকডাউনের মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বর্ধিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : কেন্দ্রীয় সরকার আগেই ৩০ জুন পর্যন্ত লকডাউন বর্ধিত করেছে। তবে তা কন্টেনমেন্ট জোনের ক্ষেত্রে প্রযোজ্য। বাকি ভারতের জন্য জুনের ১ তারিখ থেকে শুরু হয়েছে আনলক-১ পর্ব। যেখানে সবকিছু খুলে জনজীবন স্বাভাবিক করার রাস্তায় হাঁটছে কেন্দ্র। একইভাবে এ রাজ্যেও রাজ্যসরকার সব কিছু খুলে জনজীবনের পুরনো ছন্দ ফেরানোর চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রের মত রাজ্যে কন্টেনমেন্ট জোনে অবশ্য লকডাউন পুরোদস্তুর বজায় থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। তবে তা ছিল ১৫ জুন পর্যন্ত।

সোমবার ১৫ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, যত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মানুষ রাস্তায় বার হচ্ছেন, ততই করোনা বাড়ছে। তাই সবদিক নজর রেখে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিনও মাস্ক ব্যবহারে জোর দেন। জোর দেন সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলার প্রতি।


রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই অবস্থায় সামাজিক দূরত্ববিধি মানার কথা বলছেন মুখ্যমন্ত্রী। বাস্তবে কিন্তু সামাজিক দূরত্ব অনেক ক্ষেত্রেই মানা হচ্ছেনা। বাসের লাইন হোক বা বাজার, দোকান, সামাজিক দূরত্ব অমিল। অনেকের মুখে ঠিকঠাক মাস্কও দেখা যাচ্ছেনা। এটা কিন্তু আদপে রাজ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button