Kolkata

শহরে সাইকেল চালানো নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

করোনা পরিস্থিতিতে ক্রমশ সাইকেলের প্রয়োজন বাড়ছে। সেকথা মাথায় রেখে সোমবার মুখ্যমন্ত্রী শহরে সাইকেল চালানো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন।

কলকাতা : সামাজিক দূরত্ব মেনে চলা তো আছেই, সেইসঙ্গে গণপরিবহণের অপ্রতুলতার জেরে এখন অনেক মানুষ কর্মস্থলে পৌঁছনো বা অন্য কোনও কাজে যেতে সাইকেল ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন। রাস্তায় আগের তুলনায় সাইকেল বেড়েছে। আগে যাঁরা আশপাশে রেশন, বাজার, পরিচিতের বাড়ি যেতে সাইকেল কাজে লাগাচ্ছিলেন, এখন সেই সাইকেলই অফিস যেতে লাগছে তাঁদের। এই অবস্থায় বিদেশের মত এ শহরেও সাইকেল লেন করার দাবি উঠেছে। সাইকেলের প্রয়োজন বৃদ্ধির কথা মাথায় রেখে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি কলকাতার পুলিশ কমিশনারকে জানিয়েছেন বড় রাস্তা বাদ দিয়ে যেসব ছোট ও মাঝারি রাস্তায় সাইকেল চলাচল করতে পারে সেসব রাস্তা চিহ্নিত করে একটি নোটিফিকেশন জারি করতে। যেখানে স্পষ্ট নির্দেশে থাকবে কলকাতার কোন কোন রাস্তায় সাইকেল চালানো সম্ভব। সেইসঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে সাধারণ মানুষকেও সাইকেল চালানোর সময় সতর্ক থাকতে হবে। এমনভাবে যেন সাইকেল চালানো না হয় যাতে কোনও দুর্ঘটনা ঘটে।


প্রসঙ্গত কিছুদিন আগেই সাইকেলের জন্য শহরে নির্দিষ্ট লেনের দাবিতে কিছু মানুষ লালবাজারের সামনে বিক্ষোভ দেখান। দাবি করেন শহরে যেন অন্য দেশের শহরগুলির মত সাইকেল লেন নির্দিষ্ট করা হয়। তারপর এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সাইকেল শুধু পরিবেশ বান্ধব একটি পরিবহণই নয়, সাইকেল করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলতেও কার্যকর ভূমিকা নিতে পারে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button