স্কুল বন্ধ রাখার সময়সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে সব স্কুল ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা ছিল। এবার সেই সময়সীমা বর্ধিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : রাজ্যে সব স্কুল জুনের ৩০ পর্যন্ত বন্ধ থাকবে। গত ২৭ মে-র ঘোষণা মত সেটাই জানা ছিল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সেই সময়সীমা বর্ধিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, জুলাই মাসেও কোনও স্কুল খুলছে না। সব স্কুল বন্ধ থাকবে। তবে যে পরীক্ষাগুলি জুলাই মাসে হওয়ার কথা সেগুলি নির্ধারিতভাবেই হবে।
করোনা সংক্রমণ বাড়তে থাকাকে কেন্দ্র করে রাজ্যের সব স্কুলই এখন বন্ধ। যদিও আনলক-১ পর্বে রাজ্যে অনেককিছু খুলতে শুরু করেছে। তবে স্কুল, কলেজ এখনও বন্ধই আছে। এদিকে কিছুদিন আগে দেশে স্কুল খোলার বিষয়ে একটি ইঙ্গিত দেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। তিনি ইঙ্গিত দেন ১৫ অগাস্টের আগে কোনও স্কুল হয়তো খুলছে না। তবে তার আগে পরীক্ষাগুলি নেওয়া হবে। স্কুল খুলতে পারে ১৫ অগাস্টের পর।
কেন্দ্রীয় এই ইঙ্গিতের পরও রাজ্যসরকার কিন্তু স্কুল বন্ধ রাখার সময়সীমা বাড়ানো নিয়ে নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেয়নি। এটাই তাই সকলে জানতেন যে ৩০ জুন পর্যন্ত সব স্কুল বন্ধ। এদিন মুখ্যমন্ত্রী পরিস্কার করে জানিয়ে দিলেন রাজ্যে স্কুলগুলি ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে। সব স্কুল কর্তৃপক্ষকে স্কুল ফি না বাড়াতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত স্কুল ফি–কে কেন্দ্র করে অনেকগুলি স্কুলেই অভিভাবকদের ক্ষোভ বিক্ষোভের রূপ নিয়ে আছড়ে পড়েছে।