সরকারি দফতরে লেট পড়বে না, সাবধানে আসুন, বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি দফতরে সময়ে না ঢুকতে পারলেও লেট পড়বে না। এদিন ফের একবার সরকারি কর্মীদের নিশ্চিন্ত করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : সরকারি সংস্থায় কোনও কর্মীর লেট পড়বে না। তাই তাড়াহুড়ো করার দরকার নেই। ভিড় এড়িয়ে সাবধানে অফিস আসার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন ট্যুইট করে একথা জানান। যদিও সরকারি কর্মীদের অফিস আওয়ার ২ শিফটে ভেঙে দেওয়ার দিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন সাবধানে আসার কথা। হাজিরা খাতায় লাল কালি পড়বে না।
মুখ্যমন্ত্রী একটি ট্যুইট বার্তায় পরামর্শ দেন সকলে যেন ভিড় এড়িয়ে চলেন। দূরত্ববিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি। জানান, খুব দরকার না পড়লে যেন রাস্তায় বার না হন। বাসে ভিড় না করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত অফিস খুললেও পর্যাপ্ত বাস রাস্তায় এখনও অমিল। পরিবহণ দফতর চেষ্টা করছে আরও বাস পথে নামিয়ে অবস্থায় সামাল দিতে।
এদিন মুখ্যমন্ত্রী বেসরকারি অফিসগুলির জন্যও বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেসরকারি অফিসগুলি যতটা পারে ওয়ার্ক ফ্রম হোম-এ যেন জোর দেয়। যেক্ষেত্রে নেহাতই সম্ভব নয়, সেক্ষেত্রে কর্মীদের হাজিরার ক্ষেত্রে যেন নিয়ম কিছুটা শিথিল করে তারা। মুখ্যমন্ত্রী এদিন করোনা ও আম্ফানের মত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ার জন্য বাংলার মানুষের প্রশংসা করেন।