রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ছে, চলবে না লোকাল, মেট্রো
রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানো যে হচ্ছে তা এদিন কার্যত পরিস্কার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ছে। এখনও সরকারি কোনও নির্দেশিকা জারি হয়নি। তবে বুধবার সর্বদলীয় বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী কার্যত ইঙ্গিত দেন যে আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়তে চলেছে রাজ্যে। এখন যেমন নিয়ম রয়েছে, তেমনই থাকবে। কন্টেনমেন্ট জোনে লকডাউন থাকবে। বাকি অংশে যেমন আনলক পর্ব চলছে তেমনই চলবে। মুখ্যমন্ত্রী জানান ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে সংক্রমণ এখনও রাজ্যে বাড়তে থাকায় লকডাউন বাড়ানোর ভাবনা। তবে মেট্রো রেল বা লোকাল ট্রেন এখনই নয়।
মুখ্যমন্ত্রী এদিন নবান্ন সভাঘরে প্রায় ৩ ঘণ্টা ধরে অন্যান্য দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পরে মুখ্যমন্ত্রী জানান, আম্ফান পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়া হয়েছে। তাছাড়া তিনি জানান, ত্রাণ নিয়ে তিনি কোনও অনিয়ম বরদাস্ত করবেননা। সকলকে সঠিকভাবে ত্রাণ বণ্টন করতে হবে। কেউ যেন বঞ্চিত না হন। কারা মানুষকে বঞ্চিত করে কোথাও কোথাও ত্রাণ নিয়ে দুর্নীতি করছেন, তাঁদের তালিকা জেলা প্রশাসনের কাছে চেয়েছেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছেন তাঁর দলের কেউ অনিয়মে জড়িত থাকলে তাঁকে রেয়াত করা হবেনা।
রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ থাকবে বলে আগেই শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন জানান, স্কুল কলেজ বন্ধ থাকলেও উচ্চমাধ্যমিকের যে ৩টি পরীক্ষা বাকি রয়েছে তা হবে। সামাজিক দূরত্ববিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে।