পয়লা জুলাই ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
পয়লা জুলাই রাজ্যে সরকার ছুটি ঘোষণা করল। এদিন মুখ্যমন্ত্রী এই ছুটির কথা ঘোষণা করেন।
কলকাতা : ১ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। ওই দিনটি পালিত হয় ‘চিকিৎসক দিবস’ হিসাবে। আগামী বুধবার সেই দিন। করোনা মোকাবিলায় এখন নিরন্তর জীবন তুচ্ছ করে কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক দিবসকে সামনে রেখে এঁদের সম্মান জানাতে ওই দিন ছুটি ঘোষণা করল রাজ্যসরকার।
নবান্নে মুখ্যমন্ত্রী সোমবার ১ জুলাই রাজ্যে ছুটির কথা ঘোষণা করেন। তিনি জানান, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যে লড়াই দিচ্ছেন তাকে কুর্নিশ জানাতেই এই পদক্ষেপ করল রাজ্য সরকার। অন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে ছুটি ঘোষণার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও জানান, জেলায় জেলায় টেলিমেডিসিন পরিষেবাও চালু হচ্ছে ওই দিন। ১ জুলাই জেলা হাসপাতালগুলির সঙ্গে কলকাতার হাসপাতালের প্রযুক্তিগত যোগাযোগ তৈরি করা হবে। জেলার রোগীদের জন্য শুরু হবে টেলিমেডিসিন পরিষেবা। এতে জেলার মানুষের চিকিৎসায় বড় সুবিধা হতে চলেছে। ১ জুলাই বেলা ১২টা থেকে এই পরিষেবা চালু করা হবে আনুষ্ঠানিকভাবে।