
সকাল থেকেই প্রবল বর্ষণ নিয়ে চিন্তা একটা ছিলই। তারওপর রাষ্ট্রপতির বিমান সঠিক সময়ে না অবতরণ করতে পারায় কপালের ভাঁজটা আরও পুরু হয়েছিল। কিন্তু বিকেল নামতে কাটল মেঘ। দার্জিলিংয়ের ম্যালে জ্বলে উঠল ঝলমলে আলো। সাজানো স্টেজে তখন চাঁদের হাট। সুসজ্জিত চেয়ারে বসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাঁর একপাশে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। অন্যপাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর এদিন রাজ্যের তরফে প্রণববাবুকে সম্বর্ধনা দিল রাজ্য সরকার। সেই বর্ণাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠান চাক্ষুষ করল পাহাড়। নিজের ছোট ভাষণে মুখ্যমন্ত্রী এদিন রাষ্ট্রপতির প্রশংসায় ছিলেন কার্যতই আবেগতাড়িত।