আপাতত ৭ দিনের জন্য লকডাউন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন আপাতত ৭ দিনের জন্য লাগু হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : আনলক পর্বে দেশজুড়েই এখন সব খুলে যাওয়ার পালা চলছে। যদিও দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবু দেশের অর্থনীতির চাকা ঘোরাতে আনলক পর্বও চলছে। বাংলাও তার ব্যতিক্রম ছিলনা। কিন্তু শেষ কদিনে যেভাবে রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বেড়েছে তাতে রাজ্য প্রশাসন আর ঝুঁকি নিতে পারল না। গত মঙ্গলবারই রাজ্য প্রশাসন জানিয়ে দেয় রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে আবার করে লকডাউন করা হচ্ছে। এবার আরও কড়া হবে লকডাউন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে জানান লকডাউন করা ছাড়া উপায় ছিলনা। বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ। তিনি কলকাতা পুরসভার অন্যতম প্রশাসক অতীন ঘোষের সুরেই এদিন বলেন, বস্তি এলাকায় কম হচ্ছে সংক্রমণ। তুলনায় আবাসনগুলিতে অনেক বেশি সংক্রমণের হার। তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে যে লকডাউন চালু হচ্ছে তা আপাতত ৭ দিন বজায় থাকবে। তারপর পরিস্থিতি বিবেচনা করে তা বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
যেসব এলাকায় লকডাউন ঘোষণা হয়েছে সেসব এলাকায় বুধবার থেকেই পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে। লকডাউনে অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বার হওয়া নিষেধ। পানীয় জল বা বাজার প্রয়োজন হলে পুলিশের দেওয়া নম্বরে ফোন করতে বলা হয়েছে। প্রয়োজনে পুলিশই ব্যবস্থা করে তা বাড়িতে পৌঁছে দেবে। কিছু জায়গায় খুব অল্প সময়ের জন্য একক দোকান খোলা হবে।