তৃণমূল সরকার থাকলে সারাজীবন ফ্রি-তে রেশন, আশ্বাস মুখ্যমন্ত্রীর
২১শে জুলাইয়ে এবার ভার্চুয়াল সভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রেশন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।
কলকাতা : করোনা ছড়াচ্ছে। তাই বিজেপির বিভিন্ন জনসভার মতই তৃণমূলও যে তাদের ২১শে জুলাইয়ের শহিদ দিবস পালন ভার্চুয়াল জনসভা দিয়েই করবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। কালীঘাটে তাঁর বাসভবনের সামনেই মঞ্চ করে সেখান থেকে এদিন দলীয় নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী।
প্রতিবছর এই দিনটায় কলকাতাকে স্তব্ধ করে দেয় তৃণমূলের এই শহিদ স্মরণ। এদিন করোনার কারণে তা হয়নি। তবে যেসব এলাকা কন্টেনমেন্ট জোন নয়, সেখানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকেই হাজির হয়েছিলেন দলনেত্রীর বক্তব্য শুনতে। সকাল থেকে করোনা পরিস্থিতিতেও তাই অনেক পাড়ায় শোনা গেছে মাইকের শব্দ। ২১শে জুলাইয়ের গান। তৃণমূলের পতাকাতেও ছেয়ে যায় বিভিন্ন এলাকা। ঠিক ২টোয় নিজের বক্তব্য শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সামনের বছর বিধানসভা নির্বাচন। লোকসভার পর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এই অবস্থায় এবারের ২১শে জুলাই তৃণমূলের সংগঠনকে নিমেষে ঝালাই করার একটা সুবর্ণ সুযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও দলের প্রতি বার্তা দেওয়ার এটা ছিল বিরাট সুযোগ। সেটা বিশাল জনসমাবেশে না করতে পারলেও বার্তা কিন্তু তিনি এদিন পৌঁছে দিয়েছেন। আমজনতার কাছেও পৌঁছে দিয়েছেন। দলের নেতা, কর্মীদের কাছেও পৌঁছে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে একটা বড় ঘোষণা করেছেন। ফ্রি-তে রেশন তিনি চালু করেছেন করোনা পরিস্থিতিতে। এবার তিনি আশ্বাস দিলেন তৃণমূল যদি রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে আজীবন এই সরকার মানুষকে ফ্রি-তে রেশন দিয়ে যাবে। কেন্দ্রকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী এমনও দাবি করেন যে রেশনে যে ভাল চালটা দেওয়া হচ্ছে, সেটা রাজ্যসরকার দিচ্ছে। আর যে খারাপ চাল পাচ্ছেন মানুষ তা আসছে এফসিআইয়ের থেকে। সহজ কথায় কেন্দ্র ওই চাল পাঠাচ্ছে।