Kolkata

১৫ অগাস্টের মধ্যে করোনা পরীক্ষা কতটা বাড়াতে চান জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে করোনা পরীক্ষা বাড়ছে। তা আগামী ১৫ অগাস্টের মধ্যে কতটা বাড়াতে চান ২১শে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : রাজ্যে এখন করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। গোষ্ঠী সংক্রমণ নিয়ে চিন্তায় খোদ সরকারই। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষায় গতি আনা জরুরি। রাজ্যে এখন প্রতিদিন ১৩ হাজারের ওপর করোনা পরীক্ষা হচ্ছে। তা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ২১শে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৫ অগাস্টের মধ্যে রাজ্যে প্রাত্যহিক ২৫ হাজার করে নমুনা পরীক্ষার চেষ্টা করা হচ্ছে।

রাজ্যে এখন করোনা চিকিৎসার জন্য ১৮ হাজার বেড রয়েছে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এরমধ্যে ১১ হাজার বেড রয়েছে বিভিন্ন করোনা হাসপাতালে। ৭ হাজার রয়েছে সেফ হোমে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগামী ৩১ অগাস্টের মধ্যে এই বেডের সংখ্যা বাড়িয়ে ২৩ হাজার ৫০০টি করার লক্ষ্য নিয়েছে রাজ্যসরকার।


মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অবশ্য কটাক্ষ করেছে সিপিএম। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর যুক্তি, মুখ্যমন্ত্রী বলছেন ১৮ হাজার বেড রয়েছে। এখন সরকারি খতিয়ান বলছে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা তার চেয়ে কম। তাহলে কেন রোগীরা হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী সত্যি বলছেন না বলে এদিন দাবি করেন সুজন চক্রবর্তী।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button