রাজ্যে অগাস্ট জুড়ে কবে কবে লকডাউন, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে কবে কবে লকডাউন থাকবে, কবে থাকবে না, তা বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : এ সপ্তাহের বুধবার লকডাউন আগেই ঘোষণা হয়েছিল। কিন্তু সপ্তাহে তো ২ দিন লকডাউন হওয়ার কথা! দ্বিতীয় দিনটা এ সপ্তাহে কবে হবে তা ঘোষণা করার কথা ছিল সোমবার। কিন্তু মঙ্গলবার বৈঠকের পর তা জানানো হবে বলে জানা যায়। মঙ্গলবার সেই বৈঠকের পর এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন রাজ্যে কবে কবে লকডাউন থাকবে। আর কবে থাকবে না।
মুখ্যমন্ত্রী এদিন নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর লকডাউন কবে কবে হবে তা পরিস্কার করে জানিয়ে দেন। তিনি জানান, সাধারণভাবে প্রতি শনি ও রবিবার লকডাউন করার কথা ভাবা হয়েছে। তবে এরমধ্যে ২টি শনিবার তা সম্ভব হচ্ছেনা। একটি শনিবার ইদ পড়েছে। অন্যদিকে স্বাধীনতা দিবস। তাই ওই ২ শনিবারের বদলে অন্যদিন স্থির হয়েছে।
পুরো অগাস্ট জুড়ে যে সূচি মুখ্যমন্ত্রী দিয়েছেন তা অনুযায়ী, বুধবার ২৯ জুলাই লকডাউনের পর লকডাউন হবে রবিবার ২ অগাস্ট। কারণ শনিবার বকরিদ আছে। আবার শনিবারের জায়গায় সোমবারও সম্ভব নয়। কারণ ওইদিন রাখিবন্ধন উৎসব। তাই তারপর লকডাউন হবে বুধবার ৫ অগাস্ট। তারপর ৮ ও ৯ অগাস্ট শনি ও রবিবার লকডাউন। তারপর একদম পরের রবিবার ১৬ অগাস্ট লকডাউন। কারণ শনিবার স্বাধীনতা দিবস। রবির পর সোমবার ১৭ অগাস্টও তাই লকডাউন। তারপর ২২ ও ২৩ অগাস্ট লকডাউন। ওই ২ দিন শনি ও রবিবার। তারপর আবার লকডাউন ৩১ অগাস্ট। ৩০ অগাস্ট মহরম থাকায় ওইদিন লকডাউন হচ্ছেনা। হচ্ছেনা তার আগের দিনেও।