লোকাল ট্রেন বা মেট্রোয় আপত্তি নেই, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে কবে থেকে লোকাল ট্রেন বা মেট্রো রেল চালু হবে? এই প্রশ্ন অনেকের। তারই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : মার্চে লকডাউন ঘোষণার পর থেকে লোকাল ট্রেনের চাকা সেই যে স্তব্ধ হয়েছে রাজ্যে, তারপর থেকে সেই চাকা আর ঘোরেনি। এখনও লোকাল ট্রেন চলাচল শুরু হয়নি। শুরু হয়নি শহরের মধ্যে চলা মেট্রো রেলও। এদিকে কেন্দ্রীয় সরকার আনলক ৪ পর্বে সেপ্টেম্বর থেকে নিয়ন্ত্রিতভাবে লোকাল ট্রেন ও মেট্রো রেল চালানোর কথা চিন্তা করছে। ফলে তেমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এ রাজ্যেও কী তা সেপ্টেম্বর থেকে চালু হবে? মুখ্যমন্ত্রী বুধবার কিন্তু রাজ্যসরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন।
মুখ্যমন্ত্রী এদিন নবান্নে জানান, রাজ্যে লোকাল ট্রেন বা মেট্রো রেল যদি সেপ্টেম্বর থেকে চালু হয় তাহলে তাঁর আপত্তি নেই। তবে কিছু বিষয় তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন চালু হতে পারে। তবে দুম করে সব ট্রেন চালু করা যাবে না। এক চতুর্থাংশ ট্রেন চালানো দিয়ে শুরু করতে হবে। নিরাপদ দূরত্ববিধি মেনে ট্রেনে সফর নিশ্চিত করতে হবে। আস্তে আস্তে ট্রেন বাড়াতে হবে। এমন যদি রেল করতে রাজি থাকে তাহলে রাজ্যসরকারের সঙ্গে তারা এ বিষয়ে কথা বলতে পারে।
মুখ্যমন্ত্রী এদিন মেট্রো রেল চালানোর স্বপক্ষেও বলেন। তিনি জানিয়ে দেন লোকাল ট্রেনের মত মেট্রোও সেপ্টেম্বর থেকে চালু হতে পারে। তবে যাত্রীদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব মেনে চালাতে হবে। তা যদি হয় তাহলে তাঁদের আপত্তি নেই। ফলে রাজ্যে লোকাল ট্রেন বা মেট্রো রেল চালুর সম্ভাবনা কিন্তু সেপ্টেম্বরে উজ্জ্বল হল।
মুখ্যমন্ত্রী এদিন রেলের পাশাপাশি বিমান চলাচল নিয়েও কিছুটা হলেও শিথিলতার পথে হেঁটেছেন। বর্তমানে দেশের ৬টি শহর দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, আমেদাবাদ ও সুরাট থেকে এ রাজ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে। সেই বন্ধ করে রাখা এমন কড়াভাবে না নিয়ে তা শিথিল করার পথ বাতলেছেন মুখ্যমন্ত্রী। আর পুরোপুরি বন্ধ না রেখে সপ্তাহে অন্তত ৩ দিন করে এই শহরগুলির সঙ্গে বিমান যোগাযোগ চালুর কথা জানিয়েছেন তিনি। মুখ্য ও স্বরাষ্ট্রসচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও বলেন মুখ্যমন্ত্রী।