
অসম থেকে বাবা-মায়ের সঙ্গে দার্জিলিং-এ এসেছিলেন কলেজে ভর্তি হতে। কিন্তু এখানে আসার পর জানতে পারেন দার্জিলিং কলেজে ক্লাসও শুরু হয়ে গেছে। ভর্তির কোনও সম্ভাবনাই নেই। ফলে বিফল মনোরথে বাড়ির পথ ধরা। বৃষ্টি ভেজা রাস্তায় শুকনো মুখে বাড়ি ফেরার মুখে রাস্তায় তাঁকে দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন কী হয়েছে? সব শুনে মুখ্যমন্ত্রী নিজে জেলাশাসককে ফোন করেন। মধুস্পর্ণা বড়ুয়া যাতে কলেজে জায়গা পান সে বিষয়টি দেখতে বলেন তাঁকে। পরে জেলাশাসক মধুস্পর্ণাকে আগামী সোমবার তাঁর যাবতীয় সার্টিফিকেট নিয়ে দেখা করতে বলেন। কলেজে ভর্তির ব্যবস্থার বিষয়ে নিশ্চিন্ত করেন। এভাবে স্বপ্নপূরণে আপ্লুত মধুস্পর্ণার গোটা পরিবার। মুখ্যমন্ত্রীর নিজে এগিয়ে এসে এমন মানবিক উদ্যোগ নেওয়ায় মুগ্ধ তাঁরা।