শনিবার লকডাউন হচ্ছেনা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
শুক্রবার ও শনিবার লকডাউনের কথা থাকলেও শনিবার লকডাউন হচ্ছেনা। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সে কথা।
কলকাতা : চলতি সপ্তাহের সোমবার ছিল লকডাউন। তারপর সূচি অনুযায়ী শুক্র ও শনিবার লকডাউন হওয়ার কথা। কিন্তু শুক্রবার লকডাউন হলেও শনিবার তা হচ্ছেনা। একথা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার ১৩ সেপ্টেম্বর নিট-এর পরীক্ষা রয়েছে। তার আগের ২ দিনই লকডাউন থাকলে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। বিশেষত পরীক্ষার ঠিক আগের দিন লকডাউনের জেরে দূরদূরান্তের পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন।
পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ট্যুইট করে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করা হল বলে জানিয়ে দেন। সেক্ষেত্রে পরপর ২ দিন নয়। কেবল শুক্রবার লকডাউন হবে। অনেক পরীক্ষার্থীর শনিবার লকডাউনে সমস্যা হতেই পারে। কারণ অনেকে দূরে থাকেন। পরীক্ষা হল পর্যন্ত পৌঁছনোর জন্য তাঁরা আগের দিনই কাছাকাছি কারও বাড়ি বা অন্য কোথাও চলে আসেন ব্যবস্থা করে। লকডাউন হলে তা সম্ভব হত না। সেক্ষেত্রে পরীক্ষার দিন সকালে দূরের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো তাঁদের মনের ওপর বাড়তি চাপ তৈরি করত। বিশেষত তখন যখন লোকাল ট্রেন বন্ধ রয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন ট্যুইটে জানান, পরপর ২ দিনের এই লকডাউনের কথা অনেক আগেই রাজ্যসরকার ঘোষণা করেছিল। কিন্তু তার পরদিনই পরীক্ষা থাকায় অনেক পরীক্ষার্থী অনুরোধ করছিলেন যেন আগের দিনের লকডাউন প্রত্যাহার করা হয়। তাদের কথা মাথায় রেখেই লকডাউন প্রত্যাহার করে নেওয়া হল বলে জানান মুখ্যমন্ত্রী। যা পরীক্ষার্থীদের অনেকটা স্বস্তি দিয়েছে।
পরীক্ষার দিন অবশ্য অনেক আগেই ঘোষণা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে নিট পরীক্ষা নেওয়াতেই সম্মতি ছিলনা পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকার সহ অবিজেপি ৬টি রাজ্যের তরফে পরীক্ষা স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পরীক্ষা স্থগিত হবেনা। নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। শীর্ষ আদালতের এই নির্দেশের পর পরীক্ষা যে হচ্ছেই তা নিশ্চিত হয়ে যায়। তারপরই এবার শনিবার লকডাউন প্রত্যাহার করে পরীক্ষার্থীদের কিছুটা হলেও স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী।