রাজ্যের পুরোহিতদের জন্য সুখবর, বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যের পুরোহিতদের জন্য সুখবর বয়ে এল মুখ্যমন্ত্রীর ঘোষণায়। পুরোহিতরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি।
কলকাতা : রাজ্যে ইমাম ভাতা অনেক আগেই চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি রাজ্যে পুরোহিত ভাতার কথাও ঘোষণা করলেন। রাজ্যের পুরোহিতদের এই দাবি বহুদিনের। তাঁদের জন্যও চালু হোক ভাতা। ইমামদের জন্য ভাতা চালুর পর পুরোহিত ভাতা কেন নয় তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। অবশেষে পুরোহিত ভাতা চালু হল রাজ্যে। আগামী মাসে পুজো। ওই মাস থেকেই ভাতা মিলবে বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যের ৮ হাজার দরিদ্র পুরোহিত এই ভাতা পাবেন বলে জানানো হয়েছে। মাসিক ১ হাজার টাকা করে এই ভাতা মিলবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এ রাজ্যে অনেক দরিদ্র পুরোহিত রয়েছেন। বিশেষত গ্রামে গঞ্জে মাসে হয়তো ১টা পুজো পান তাঁরা। তা দিয়ে সংসার চলেনা। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তাঁদের জন্য কিছু করতে আবেদন করা হয়েছিল। সেকথা মাথায় রেখেই এদিন মুখ্যমন্ত্রী বলেন সঠিক সংখ্যা এখনও পরিস্কার না হলেও ৮ হাজার পুরোহিতের তালিকা রাজ্যসরকারের হাতে এসেছে। তাঁদের ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী শুধু ভাতা দিয়েই থেমে থাকেননি। যেসব দরিদ্র পুরোহিত রয়েছেন। যাঁদের থাকার জন্য সেই অর্থে ঘরবাড়ি নেই। তাঁদের জন্য বাংলা আবাস যোজনায় একটা করে ঘর বানিয়ে দেবে রাজ্যসরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি পুরোহিত মহল। পুরোহিতদের অনেকদিনের দাবি এদিন পূরণ হল মুখ্যমন্ত্রীর ঘোষণায়।
রাজ্যের গ্রামে গঞ্জে বহু এমন দরিদ্র পুরোহিত রয়েছেন যাঁরা বংশ পরম্পরায় পুরোহিতের কাজ করে আসছেন। কিন্তু সময়ের সঙ্গে যেভাবে দৈনন্দিন খরচ বেড়েছে সেভাবে তাঁদের কাজ বাড়েনি। কাজের জন্য দক্ষিণাও সেভাবে বৃদ্ধি পায়নি। বৃদ্ধি পায়নি ব্রাহ্মণ বিদায়ের অর্থও। যদি বেড়েও থাকে, তা সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি। ফলে সনাতনি পৌরোহিত্যের পরম্পরা ধরে রাখার চেষ্টা করলেও তাতে রোজগার সেভাবে বাড়েনি। যা অনেক পুরোহিতকে দরিদ্র করে তুলেছে। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা সেইসব পুরোহিতদের কিছুটা হলেও স্বস্তি দিল।