
তোলা চেয়ে জুলুম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে মৌখিক নির্দেশ দেন তিনি। সিন্ডিকেট, তোলাবাজি বন্ধে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে তাঁর দফতরের আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এধরণের কোনও অভিযোগ পেলে রং না দেখে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ধরণের কোনও প্রচেষ্টাকে রেয়াত করা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। প্রকাশ্য জনসভাতেও তাঁর দলের নাম করে কেউ তোলা চাইলে না দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন। এদিনের পর বার্তাটা আরও স্পষ্ট হল বলেই মনে করছেন অনেকে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা মুখ্যমন্ত্রী নির্দেশের পর অনেক জায়গায় পুলিশের শরীরের ভাষাই বদলে গিয়েছে।