Kolkata

দুর্গাপুজোর মত করেই কালীপুজো করার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে করোনা পরিস্থিতিতে যেভাবে দুর্গাপুজো হয়েছে সেভাবেই কালীপুজোও করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা যেন ছড়াতে না পারে সেদিকে নজর রাখতে বলেন তিনি।

কলকাতা : রাজ্যে দুর্গাপুজো হয়েছে করোনা সংক্রান্ত নিয়ম নিষেধ মেনেই। সেইসঙ্গে ছিল হাইকোর্টের দেওয়া নিয়মবিধি। সব মিলিয়ে রাজ্যে দুর্গাপুজো এবার জৌলুসহীন হলেও বিশেষজ্ঞেরা জানিয়েছিলেন করোনা পরিস্থিতিতে এটাই কাম্য ছিল। তা সব মানুষের জন্যই মঙ্গলের।

এবার আসছে কালীপুজো ও দীপাবলির মত বর্ণোজ্জ্বল উৎসব। সেখানেও মোটামুটি ধনতেরাস থেকেই এ রাজ্যে উৎসবের মেজাজের পারদ চড়ে।


কালীপুজো ও দীপাবলি উৎসব এ রাজ্যে মিলেমিশে একাকার হয়ে যায়। সেই কালীপুজো ও দীপাবলির মত উৎসবও দুর্গাপুজোর মত করেই পালনের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি – আইএএনএস

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেন। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক ও উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানেই তিনি কালীপুজো ও দিওয়ালীও যেন দুর্গাপুজোর মত করেই পালিত হয় সেদিকে নজর রাখতে বলেন।


করোনা যাতে এই সব উৎসবের হাত ধরে ছড়িয়ে পড়ার সুযোগ না পায় সেকথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

করোনা স্বাস্থ্যবিধি মেনে যাতে কালীপুজো ও দিওয়ালী পালিত হয় সেজন্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জানান এ কাজে প্রশাসনকে সাহায্য করবে স্থানীয় ক্লাবগুলি। সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।

একইভাবে যেন আসন্ন জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো পালিত হয় তার আবেদনও রাখেন মুখ্যমন্ত্রী।

উৎসব সংক্রান্ত বিষয় ছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের কাজে যেমন রাজ্য হস্তক্ষেপ করতে পারেনা, তেমনই রাজ্যের কাজেও কেন্দ্র হস্তক্ষেপ করতে পারেনা। কিন্তু তা না মেনে কেন্দ্র রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

তিনি এমনও অভিযোগ করেন যে এ রাজ্যের পুলিশ আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে তাঁদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে বিভিন্ন জেলার প্রশাসনিক কাজকর্মের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন তিনি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button