শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো প্রক্রিয়া আগামী ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ হবে বলেও জানিয়েছেন তিনি।
কলকাতা : সামনের বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এ রাজ্যে চাকরির জন্য অপেক্ষারত টেট উত্তীর্ণদের মুখে হাসি ফুটিয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন জানান এ রাজ্যে প্রাথমিক শিক্ষক পদের জন্য ২০ হাজার টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছেন। এঁদের মধ্যে সাড়ে ১৬ হাজার জনকেই চাকরি দেবে রাজ্য সরকার। কারণ এই মুহুর্তে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদ রয়েছে। সেখানেই চাকরি হবে তাঁদের। চাকরি দেওয়ার আগে এঁদের ইন্টারভিউ হওয়ার কথা। করোনা কিছুটা কমলে আগামী ডিসেম্বর থেকে তা করা হতে পারে।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন আগামী জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। পুরো বিষয়টি সম্পূর্ণ হওয়ার পরও যে সাড়ে ৩ হাজার উত্তীর্ণ রয়ে যাবেন, তাঁদেরও এদিন আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এঁদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে। তিনি বলেন সরকারি চাকরির একটা অন্য গুরুত্ব রয়েছে। সকলেই এখন শিক্ষক হতে চাইছেন।
মুখ্যমন্ত্রী বলেন করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া বন্ধ রয়েছে। তা সত্ত্বেও টেট পরীক্ষা দিতে চেয়ে আড়াই লক্ষ তরুণ তরুণী আবেদন করে বসে আছেন। এঁদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থাও করা হবে। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ব্যবস্থা করবে। এঁদের পরীক্ষা অফলাইন পদ্ধতিতে নেওয়া হবে। তবে কবে, কীভাবে এই পরীক্ষা হবে তা বিস্তারিত জানাননি মুখ্যমন্ত্রী।
প্রাথমিক শিক্ষক হতে চেয়ে অনেক দিন ধরে যাঁরা অপেক্ষা করছেন তাঁদের অপেক্ষার হয়তো অবসান হতে চলেছে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায়। ফলে টেট উত্তীর্ণরা এদিনের ঘোষণার পর বেজায় খুশি।
এখন তাঁদের একটাই চিন্তা, সাড়ে ১৬ হাজারের মধ্যে তিনি পড়বেন তো? তা না হলে ফের অপেক্ষা। যদিও বাকিদেরও ধাপে ধাপে নিয়োগ করা নিয়ে নিশ্চিন্ত করেছেন মুখ্যমন্ত্রী।