মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে প্রতি বছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় পর্যায়ক্রমিক নিয়ম মেনে। করোনার জন্য এবার তাতে পরিবর্তন করা হল। সেকথা জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানালেন।
নভেম্বর পড়ে যাওয়ায় ২০২১ সালে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে তারা চিন্তিত ছিল। চিন্তিত ছিল তাদের টেস্ট পরীক্ষা নিয়েও। অভিভাবকরাও চিন্তিত ছিলেন। সব চিন্তা এদিন দূর করলেন মুখ্যমন্ত্রী।
মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিক, পরীক্ষায় বসার যোগ্যতা নির্ভর করে ছাত্রছাত্রীদের টেস্টের ফলের ওপর। এটাই পর্যায়ক্রমিক নিয়ম। অনেক পরীক্ষার্থী টেস্টে উত্তীর্ণ না হলে তাদের সে বছর আর মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিক, পরীক্ষায় বসা হয়ে ওঠে না।
আর টেস্টের সময় আগতপ্রায়। এদিকে স্কুল বন্ধ। ক্লাস হচ্ছেনা। এই অবস্থায় তাহলে টেস্ট পরীক্ষার কী হবে? এ প্রশ্ন ছিল। তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন জানান ২০২১ সালে যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের এবার আর টেস্ট দিতে হবে না। তারা সকলেই ২০২১ সালের পরীক্ষায় বসতে পারবে। তাদের সেই সুযোগ দেওয়া হবে টেস্ট পরীক্ষা ছাড়াই। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
টেস্ট দিতে হবে না। সরাসরি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে বসার যোগ্যতা পেয়ে গেল সকলেই। ফলে স্বাভাবিকভাবেই তার পরের প্রশ্ন সামনে আসে করোনার জন্য কী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কী সময়েই হবে? অর্থাৎ নির্ধারিত সময়েই তা হবে নাকি তা পিছোতে পারে?
প্রাসঙ্গিক প্রশ্ন হলেও এদিন এর উত্তর স্পষ্ট করে দেননি মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর কথায় একটা ইঙ্গিত মিলেছে। এমনটা হতেই পারে যে তা নির্ধারিত সময়ে হল না। তবে তা নিশ্চিত করে কিছু জানাননি তিনি।
এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্তের কথা মাধ্যমিক বোর্ড ও উচ্চমাধ্যমিক কাউন্সিল ও শিক্ষা দফতর জানাবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে টেস্ট যে হচ্ছেনা তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। ফলে এবার টেস্ট পরীক্ষা ছাড়াই পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বসতে চলেছে।