পুলিশে নতুন ব্যাটেলিয়নের হাত ধরে নতুন চাকরির সুযোগ
রাজ্য পুলিশে প্রায় ৩ হাজার নতুন নিয়োগ হতে চলেছে। যা অবশ্যই পুলিশে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নতুন নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : রাজ্য পুলিশে ৩ হাজার নতুন নিয়োগ হতে চলেছে। আর তা হতে চলেছে নতুন ব্যাটেলিয়নের হাত ধরে। বুধবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই নতুন ব্যাটেলিয়ন তৈরি নিয়ে সিদ্ধান্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৩টি নতুন পুলিশ ব্যাটেলিয়ন তৈরি করা হচ্ছে। কোচবিহার, পাহাড় ও জঙ্গলমহলের জন্য ৩টি নতুন ব্যাটেলিয়ন তৈরি করা হবে। এতে রাজ্য পুলিশের শক্তি বাড়বে। তাছাড়া এসব অঞ্চলের মানুষের বহুদিনের চাহিদা ছিল। তাও পূরণ হবে।
এদিন প্রতিটি ব্যাটেলিয়নের নামও স্থির করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান কোচবিহারের সঙ্গে নারায়ণী নামটা জড়িয়ে আছে। তাই সেখানে যে ব্যাটেলিয়ন তৈরি হবে তার নাম হবে নারায়ণী ব্যাটেলিয়ন।
পাহাড়ে যে ব্যাটেলিয়ন তৈরি হবে তার নাম হবে গোর্খা ব্যাটেলিয়ন। গোর্খাদের কথা মাথায় রেখেই এই নাম। যা পাহাড়ের অনেকদিনের চাহিদাও ছিল। এছাড়া জঙ্গলমহলের জন্য তৈরি হবে জঙ্গলমহল ব্যাটেলিয়ন। কোচবিহার, নকশালবাড়ি ও ঝাড়গ্রামে এই ৩টি ব্যাটেলিয়ন থাকবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ব্যাটেলিয়নগুলি আগামী ৩১ জানুয়ারির মধ্যে গঠন করা হবে। এই সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই ব্যাটেলিয়নের হাত ধরে কত জনের চাকরি হবে? মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে সংখ্যাটা বলতে না পারলেও জানিয়েছেন ৩ হাজারের মত নিয়োগ হবে। প্রতিটি ব্যাটেলিয়নে ১ হাজার জন করে পুলিশকর্মী থাকবেন।
এই ৩টি ব্যাটেলিয়ন কীভাবে কাজ করবে তা রাজ্য পুলিশই স্থির করবে। তবে এই ৩টি ব্যাটেলিয়ন তৈরি হলে রাজ্য পুলিশের শক্তি বাড়বে একথা পরিস্কার।
সেইসঙ্গে এই ব্যাটেলিয়নের হাত ধরে ৩ হাজার নতুন চাকরিও হতে চলেছে। এটাও অবশ্যই পুলিশে কাজ করতে চাওয়া যুবকদের জন্য আনন্দের খবর। এদিন প্রাথমিকেও সাড়ে ১৬ হাজার চাকরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও এদিন একটি বড় সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বাগডোগরা বিমানবন্দর যাতে পুরোদমে কাজ করতে পারে সেজন্য রাজ্যের কাছে যে জমি তারা চেয়েছিল তা এদিন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে বাগডোগরাকে এবার আন্তর্জাতিক বিমানবন্দরের চেহারা দেওয়ার জন্য জমির সমস্যা রইল না।