State

অনুব্রতকে সিবিআই তলব, এখন যেতে মানা করলেন মমতা

অনুব্রত মণ্ডলের গড়ে ভোট ২৯ এপ্রিল। তার ঠিক আগেই তাঁকে তলব করল সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তাঁকে ভোটের আগে যেতে নিষেধ করেছেন।

প্রতিবারই অনুব্রত মণ্ডলকে ভোটের আগে নজরবন্দি করে রাখা হয়। এবার আবার সিবিআই তলব করেছে। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত। ভোটের সময় তাঁর কাজ রয়েছে। তাই তিনি যেন সিবিআইকে জানিয়ে দেন এখন ভোটের কাজে ব্যস্ত আছেন। ভোট মিটলে যাবেন। এমনই জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুব্রত মণ্ডলকে কেষ্ট বলতেই পছন্দ করেন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট তাঁকে জানিয়ে দিয়েছেন একদম, যাবি না। মমতা এদিন মিনার্ভা থিয়েটার থেকে বলেন, সিবিআইয়ের ২ আধিকারিক অনুব্রতর বাড়িতে ঢুকে পড়েছিলেন নোটিস দিতে। বর্তমান পরিস্থিতিতে তাঁদের কোভিডও থাকতে পারে।


বীরভূমে ভোট বৃহস্পতিবার। যেখানে তৃণমূলের বড় ভরসার নাম অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে সিবিআই তলব করল এদিন।

Mamata Banerjee
ফাইল : মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি – আইএএনএস

যা নিয়ে তৃণমূল শিবির বিরক্ত। বিরক্ত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। এজেন্সি দিয়ে বিজেপি ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা।


অনুব্রত মণ্ডলকে বাড়িতে গিয়ে নোটিস দিয়েছে সিবিআই। ২৭ এপ্রিল তাঁকে সিবিআইয়ের সামনে হাজিরার কথা বলা হয়েছে। সিবিআইয়ের আগেই অবশ্য আয়কর দফতর অনুব্রতকে নোটিস পাঠিয়েছে। তাঁর কাছে আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে আয়কর দফতর।

Show Full Article
Back to top button