Kolkata

সকালে শপথ নিয়ে দুপুরেই করোনা পদক্ষেপ মমতার

বুধবার সকালে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি বৈঠক করে করোনা নিয়ে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন।

বুধবার সকালে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি যে রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন তা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই করলেন।

এদিন সকালে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেই কাল বিলম্ব না করে একটি বৈঠক করেন মমতা।


বৈঠকের পর তিনি দুপুরেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন করোনা নিয়ে আরও কঠোর হল তাঁর সরকার। করোনায় সময় বেঁধে দোকানপাট খোলা আগেই শুরু হয়েছিল। এদিন তার সময়ে কিছু বদল হল।

এখন থেকে সকালে ৭টা থেকে ১০টা যেমন দোকান খোলা থাকছে তেমনই থাকবে। বিকেলে ৩টে থেকে ৫টার বদলে তা হবে ৫টা থেকে ৭টা। তবে বউবাজারের সোনার দোকানগুলি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে।


লোকাল ট্রেন বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল। ফলে ফের সেই লকডাউন ও লকডাউন পরবর্তী সময়ের ছবি উঠে আসতে চলেছে।

লোকাল ট্রেন বন্ধ মানে শহরতলীর মানুষজনের কলকাতায় আসার সমস্যা বাড়ল। তবে এদিন মমতা বুঝিয়ে দিয়েছেন লকডাউন এখনই হচ্ছেনা। কিছু বিধিনিষেধ আরোপ হচ্ছে।

সরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ হাজিরায় গেল রাজ্য। বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোমেই গুরুত্ব দিয়েছেন তিনি। ব্যাঙ্ক এবার থেকে ৪ ঘণ্টার জন্যই খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা দেবে ব্যাঙ্ক।

যতটা সম্ভব মানুষকে বাড়িতেই থাকার পথে হাঁটার পথ প্রশস্ত করেছেন মমতা। মেট্রো ও সরকারি পরিবহণে ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে।

অনুমতি সাপেক্ষে সর্বাধিক ৫০ জনকে নিয়ে অনুষ্ঠান করা যাবে। তবে তার জন্য আগে অনুমতি নিয়ে রাখতে হবে। দৈনিক পরিস্থিতির ওপর নজর রাখা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Show Full Article
Back to top button