Kolkata

টিকা তৈরির জন্য প্রধানমন্ত্রীকে অভিনব প্রস্তাব মুখ্যমন্ত্রীর

টিকার প্রয়োজন এখন কতটা তা কাউকে আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। তার জন্য টিকা উৎপাদন দরকার। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে এক অভিনব প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী।

সারা দেশেই টিকাকরণ চলছে অত্যন্ত মন্থর গতিতে। টিকার সংকট চরমে উঠেছে। এ রাজ্যেও টিকার অপ্রতুলতা চরমে উঠেছে।

টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে এর আগেও চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের টিকা চেয়ে তিনি চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেইসঙ্গে তিনি একটি অভিনব প্রস্তাবও দিয়েছেন।


মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন দেশের এখন টিকার প্রয়োজন। তারজন্য টিকার উৎপাদন প্রয়োজন। তাই কোনও সংস্থা যদি টিকা উৎপাদনের জন্য কারখানা গড়তে চায় তাহলে পশ্চিমবঙ্গ সরকার তাদের এই রাজ্যে জমি দিতে প্রস্তুত। সেখানে তারা টিকা তৈরির কারখানা গড়তে পারে। তাতে টিকার প্রয়োজন অনেকটা মিটবে।

দেশে টিকা তৈরির পাশাপাশি টিকা আমদানি করার বিষয়েও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। যত দ্রুত সম্ভব টিকা আমদানি করা উচিত বলে চিঠিতে জানিয়েছেন তিনি।


দেশে ১৪০ কোটি টিকার প্রয়োজন। এ রাজ্যেই দরকার ১০ কোটি টিকা। এই পরিস্থিতিতে টিকার যোগান অনেকটাই অপ্রতুল।

সেই অপ্রতুলতা পূরণ করতে অবিলম্বে দরকার টিকার আমদানিতে জোর দেওয়া বলে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে এই কদিনেই খান চারেক চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Show Full Article
Back to top button