
তৃণমূল দ্বিতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর ২১শে জুলাই মঞ্চে ফের ফিরে এলেন কবীর সুমন। তৃণমূলের সঙ্গে কবীর সুমনের সম্পর্ক বড় একটা মধুর নয়। অন্তত তেমনই জানেন বাংলার মানুষ। সেই সুমনকে মঞ্চে দেখে কিছুটা অবাক হন সকলে। এদিন বক্তব্য রাখতে উঠে মদন মিত্রের ভূয়সী প্রশংসা করেন এই গায়ক সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতির ছোঁয়া সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে পেরেছেন বলে দাবি করেন তিনি। মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাজের কথা বলতে গিয়ে কবীর সুমন দাবি করেন আজ থেকে ৩০০ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাজ্যে মন্দির হবে, পুজো অর্চনা হবে। পাশাপাশি মঞ্চ থেকেই এদিন রাজ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়টি মুখ্যমন্ত্রীকে ভেবে দেখার আর্জি জানান তিনি।