মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে? ছাত্রছাত্রী ও অভিভাবকদের সেই চিন্তা দূর করলেন মুখ্যমন্ত্রী। এই ২ গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনক্ষণ জানালেন তিনি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হয়েছিল জুন মাসে। কিন্তু সেই নির্ধারিত সূচি স্থগিত করা হয় করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে। তারপর থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকরা চিন্তায় ছিলেন তবে কবে হবে পরীক্ষা?
আদৌ পরীক্ষা হবে তো? নাকি অন্য কোনও মূল্যায়নের ভিত্তিতে স্থির হবে নম্বর? সেসব চিন্তা এদিন দূর করে দিলেন মুখ্যমন্ত্রী।
আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সেইসঙ্গে জানিয়ে দেন উচ্চমাধ্যমিকের ১৫টি মূল বিষয়ের পরীক্ষাই কেবল হবে। পরীক্ষা হবে নিজের নিজের স্কুলে। তবে পরীক্ষার সময় ৩ ঘণ্টা থাকছে না। দেড় ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে।
চিরদিন প্রথমে মাধ্যমিক ও তা শেষ হলে তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। এবার তা বদলাচ্ছে। জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক হবে। আর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা।
মাধ্যমিকের ৭টি মূল বিষয়ের পরীক্ষা কেবল নেওয়া হবে। এগুলিও হবে স্কুলেই। বাকি বিষয়ের নম্বর স্কুলের মূল্যায়নের ভিত্তিতে স্থির হবে। উচ্চমাধ্যমিকের মতই মাধ্যমিকেও ৩ ঘণ্টা নয়, পরীক্ষা নেওয়া হবে দেড় ঘণ্টায়।