হিঙ্গলগঞ্জ হয়ে সাগর হয়ে কলাইকুণ্ডা হয়ে দিঘা, মুখ্যমন্ত্রীর শুক্র সূচি
শুক্রবারই যে তিনি যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জানালেন কোথায় কী কর্মসূচি রয়েছে তাঁর।
শুক্রবার কলকাতা থেকে প্রথমেই হিঙ্গলগঞ্জে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথেই যাবেন তিনি। সঙ্গে থাকবেন মুখ্যসচিব।
হিঙ্গলগঞ্জে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে একটি ছোট্ট বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। যশ পরবর্তী পরিস্থিতি ও সরকারি উদ্যোগ সম্বন্ধে খোঁজ নেবেন। তারপর সেখানে থেকে উড়ে যাবেন সাগরে।
যাওয়ার সময় আকাশপথেই মুখ্যমন্ত্রী পরিদর্শন করবেন বিস্তীর্ণ বিধ্বস্ত এলাকা। তারপর সাগরে নেমে সেখানেও জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
এখানেও কম সময়ের বৈঠক। তারপর সেখান থেকে প্রধানমন্ত্রীর ডাকে তাঁর সঙ্গে বৈঠক করতে মুখ্যমন্ত্রী হাজির হবেন কলাইকুণ্ডায়। সেখানে দুপুরে বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। পরে সেখান থেকে যাবেন দিঘা। দিঘাতেই শুক্রবার থাকবেন মুখ্যমন্ত্রী।
শনিবার আকাশপথে দিঘা সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। দিঘায় একটি বৈঠকও করবেন তিনি। আলোচনা হবে যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, উদ্ধারকাজ, ত্রাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে।
পরে শনিবারই মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। যশের ধাক্কা ও কোটালের ভয়াল রূপে রাজ্যের ২ উপকূলীয় জেলার বিস্তীর্ণ অংশ কার্যত তছনছ হয়ে গেছে।
এমনকি বৃহস্পতিবারও ভরা কোটালের কারণে বহু জলমগ্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সেখানকার মানুষজন অনেকে প্রাণ বাঁচাতে কার্যত এক কাপড়ে ঘর ছেড়েছেন।