তছনছ দিঘা পায়ে হেঁটে ঘুরে, বাকিটা আকাশপথে পরিদর্শন মুখ্যমন্ত্রীর
আকাশপথে যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ফেরার পথে পরিদর্শন করেন চারধার। এখনও জলের তলায় রয়েছে অনেক জায়গা।
গত শুক্রবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা আকাশপথে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। হিঙ্গলগঞ্জ ও সাগরে ২টি প্রশাসনিক বৈঠকও করেন। নির্দেশ দেন যশ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে।
সাগর থেকে মুখ্যমন্ত্রী পৌঁছন কলাইকুণ্ডা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পাড়ি দেন দিঘায়। যশ আছড়ে পড়ার পর দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের মত পর্যটনস্থলগুলি কার্যত তছনছ হয়ে গেছে।
দিঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক করেন। তারপর মুখ্যসচিবকে সঙ্গে করে দিঘার বিধ্বস্ত সমুদ্রতট পায়ে হেঁটে ঘুরে দেখেন। রাতে দিঘাতেই থাকেন তিনি।
শনিবার দিঘা থেকে রওনা দিয়ে আকাশপথে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। আকাশ থেকেই বিভিন্ন এলাকার বানভাসি পরিস্থিতি দেখতে পান তিনি।
যশ আছড়ে পড়ার দিন ছিল ভরা কোটাল। ফলে জোড়া ফলায় জলোচ্ছ্বাস এতটাই ভয়ংকর হয় যে বহু এলাকা জলের তলায় চলে যায়।
দিঘাতেই তাল গাছের চূড়া ছুঁয়ে ফেলে সমুদ্রের জলোচ্ছ্বাস। রাস্তা ভেঙে গুঁড়িয়ে যায়। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। বহু এলাকায় জল ঢুকে যায়।
তছনছ হয়ে যায় বাঙালির অন্যতম পছন্দের পর্যটনস্থল দিঘা। এদিন আকাশপথে পরিদর্শন সেরে দুপুরে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী।