
টাকা দেওয়ার বেলায় নেই। কিন্তু সব বিষয়ে নাক গলানোর সময় ঠিক আছে। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, সর্বশিক্ষার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। পুলিশ আধুনিকীকরণের টাকাও বন্ধ। বন্ধ করে দিয়েছে ৩৯টা প্রকল্প। কিন্তু বড়বড় বিজ্ঞাপন দিয়ে চলেছে। মুখ্যমন্ত্রীর দাবি, কাজটা রাজ্য সরকার করে। কেন্দ্র শুধু বিজ্ঞাপন দিয়ে বাহবা কুড়োয়। ১০০ দিনের কাজের অ্যাকাউন্ট খোলাই হোক বা স্বচ্ছ ভারত অভিযান, মুখ্যমন্ত্রীর উষ্মা থেকে রেহাই পায়নি মোদী সরকার। এমনকি যে কোনও সুবিধা বা পরিষেবা পেতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রীয় নীতির কড়া সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, রাজ্যেই প্রায় ১ কোটি মানুষের আধার কার্ড করতে পারেনি কেন্দ্র। তাহলে কিসের ভিত্তিতে তারা সব পরিষেবায় আধার কার্ড বাধ্যতামূলক করার কথা বলছে, তা নিয়ে এদিন মঞ্চ থেকেই প্রশ্ন তুলেছেন মমতা।