
তৃণমূলে ২-৪ জন খারাপ লোক রয়েছে। যাদের জন্য গোটা দলের নাম বদনাম হচ্ছে। ব্যক্তি স্বার্থ নিয়ে দলের কয়েক জন চলছে সবাই নয়। তবে এসব থেকে বিরত থাকতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, মানুষের স্বার্থই দলের কাছে প্রধান। মানুষের স্বার্থে লড়াই করতেই তৃণমূলের জন্ম। তোলাবাজি থেকে সিন্ডিকেট বিতর্কে জেরবার মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি না বললেও দলীয় নেতা কর্মীদের কাছে এভাবেই তাঁর বার্তা স্পষ্ট করে দিয়েছেন। যার যেটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকার জন্য দলীয় নেতা কর্মীদের পরামর্শ দিয়েছেন মমতা। সেইসঙ্গে গোষ্ঠীকোন্দল প্রসঙ্গ টেনে মমতা বলেন, পাড়ায় পাড়ায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া থাকে। দুটো পুজো কমিটির মধ্যেও রেষারেষি থাকে। এদের মধ্যে কোনও ঝামেলা হলেও তাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তকমা দেওয়া হচ্ছে। গোষ্ঠীকোন্দল নিয়ে অপপ্রচার চলছে। এসব বিতর্ক এড়াতে এদিন মঞ্চ থেকেই দলীয় কর্মী-সমর্থকদের ঝগড়া বিবাদ এড়িয়ে চলার পরামর্শ দেন মমতা।