রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্যসরকারের সম্পর্ক সম্বন্ধে নতুন করে রাজ্যবাসীর কিছু জানার নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক তাৎপর্যের দাবি রাখে।
বিধানসভা নির্বাচনে ঝোড়ো জয়ের পর তৃতীয়বারের জন্য তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে তৃণমূল সরকার ফের ক্ষমতায় আসার পর বারবার দেখা গেছে রাজ্যসরকারের বিরুদ্ধে খোলাখুলি মুখ খুলেছেন রাজ্যপাল। অন্যদিকে রাজ্যের অনেক জায়গায় তিনি পৌঁছলে সেখানে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান।
রাজ্যপালও সরকারের কাজের সমালোচনা চালিয়ে যান। ফলে রাজ্যসরকারের সঙ্গে রাজ্যপালের তিক্ত সম্পর্কের কথা সকলের জানা হয়ে গেছে। এই অবস্থায় এদিন রাজভবনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে রাজ্যপাল ও তাঁর স্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান। সৌজন্য বিনিময় হয়। এরপর অবশ্য রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক হয়। সে বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
মনে করা হচ্ছে বিধান পরিষদ গঠন নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়ে থাকতে পারে। এছাড়াও কিছু বিষয় জায়গা পেয়ে থাকতে পারে। এদিন ২ জনের মধ্যে ১ ঘণ্টার ওপর কথা হয়।
রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বকে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গেছে। রাজ্যপালকে সরানোর জন্যও তৃণমূল খোলাখুলি মুখ খোলে।
এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের ১ ঘণ্টার ওপর একান্ত বৈঠক যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। রাজনৈতিক মহল এখন সবচেয়ে বেশি কৌতূহলী এদিনের আলোচিত বিষয়গুলি নিয়ে। যা রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী কেউই জানাননি।