দরকার ১৪ কোটি, পাঠিয়েছে ২.২ কোটি, বঞ্চনার অভিযোগ মমতার
টিকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। ফের এই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি।
রাজ্যে কম টিকা পাঠানো হচ্ছে। অন্য রাজ্যকে বেশি দেওয়া হচ্ছে। রাজ্যের দরকার ১৪ কোটি টিকা। সেখানে এখনও মাত্র ২.২ কোটি টিকা পাঠিয়েছে কেন্দ্র। কোনও দিন পাঠাচ্ছে তো কোনও দিন পাঠাচ্ছে না।
বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে এভাবেই সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রকে এ নিয়ে বার বার বলা হয়েছে। তিনি এদিনও একটি চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যে টিকা পাঠানোর আবেদন করেছেন তিনি।
রাজ্যে টিকাকরণে আরও গতি আনা সম্ভব। টিকা হাতে পেলে তবেই তা সম্ভব। কিন্তু কেন্দ্র টিকা সেভাবে পাঠাচ্ছে না। প্রতিদিন ১০ লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব বলেও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্য যে টিকা ঠিকমত পাচ্ছে না তা এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলায় শোচনীয় হারের পর তা মেনে নিতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিচ্ছে বিজেপি। তারা বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মমতা।
বাংলায় করোনা চিত্র এখন অনেকটা ভাল বলেই জানান মুখ্যমন্ত্রী। ৮০০ থেকে ৯০০-র মধ্যেই ঘুরছে দৈনিক সংক্রমণ। তা আরও কমানোর চেষ্টা করছে রাজ্যসরকার।
মুখ্যমন্ত্রী বলেন অন্য রাজ্যে কিন্তু করোনা বাড়ছে। এদিকে তৃতীয় ঢেউ আসার আগেই ১২ বছর পর্যন্ত বাচ্চাদের মায়েদের টিকাকরণ সম্পূর্ণ করতে চাইছে তাঁর সরকার। কিন্তু টিকা না পাওয়ায় তা সম্ভব হচ্ছেনা।