এটা বৃষ্টির বন্যা নয়, হাঁটুজল ভেঙে বানভাসি এলাকায় পৌঁছে বললেন মুখ্যমন্ত্রী
হাঁটুজল ভেঙেই বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন বন্যা দুর্গতদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর দাবি এটা বৃষ্টির বন্যা নয়।
প্রবল বৃষ্টির জেরে বন্যা হয় অনেক জায়গায়। নদীর জল ছাপিয়েও বহু এলাকায় ঢুকে প্লাবন পরিস্থিতি তৈরি করে। কিন্তু এ রাজ্যে যে বন্যা হয়েছে তা বৃষ্টির জলে হয়নি। তা ম্যান মেড।
ডিভিসি যতটা জল ছাড়ার কথা জানিয়েছিল তার প্রায় ৪ গুন জল ছেড়েছে। তাছাড়া সংস্কার হচ্ছেনা। কেন্দ্র সংস্কারের কাজ করছে না।
ফলে পলি জমে গেছে। যা থেকে বন্যায় ভাসছে এ রাজ্যের একটা অংশ। এদিন আমতায় গিয়ে বন্যার জন্য ডিভিসি-র ঘাড়ে দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন হেলিকপ্টারে বন্যা দুর্গত এলাকায় যাওয়ার কথা থাকলেও তা বাতিল হয়। আবহাওয়া খারাপ থাকায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি ঘুরে দেখার কর্মসূচি বাতিল করতে হয়। সড়ক পথেই এদিন তিনি আমতায় পৌঁছন।
সেখানে বৃষ্টির মধ্যেই হাঁটুজল ভেঙে মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় পৌঁছন। ঘুরে দেখেন এলাকা। জলে দাঁড়িয়েই কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে।
এদিন মাথায় ছাতা অবস্থায় বৃষ্টির মধ্যেই হাঁটুজলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
এদিন সেখান থেকে খানাকুলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তা যাওয়া সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রী নিজেই জানান পরিস্থিতি খারাপ হওয়ায় খানাকুল যাওয়া সম্ভব হচ্ছেনা।
আগামী শুক্রবার সেখানে যেতে পারেন তিনি। তবে বন্যা দুর্গত মানুষজন যাতে প্রয়োজনীয় সাহায্য পান সেদিকে নজর রাখতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন। খবর নেন কত ত্রাণ শিবির রয়েছে।