National

দিদির কীর্তি, উত্তরে চোখ তৃণমূলের

দিল্লিতে বসে মঙ্গলবারের সব আলোটা নিজের দিকে টেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর এক এক করে নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

সকালে ঘুরে যান প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাঁর। তারপর এক এক করে বিভিন্ন দলের নেতারা এসে হাজির হয়েছেন সেখানে। আর তাঁদের দলে বরণ করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালে হাজির হন জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি। তাঁদের সঙ্গে বৈঠক করেন মমতা। যদিও তাঁরা কেউ তৃণমূলে এদিন যোগদান করেননি। তবে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


এরপর হাজির হন প্রাক্তন সাংসদ তথা জেডিইউ নেতা পবন বর্মা। দীর্ঘদিন জেডিইউ-র অন্যতম মুখ ছিলেন তিনি। কিন্তু বিজেপির সঙ্গে নীতীশ কুমারের ঘনিষ্ঠতা বৃদ্ধিতে তাঁর আপত্তি ছিল। তা নিয়ে দলে প্রশ্ন তুলে নীতীশের কোপে পড়েন পবন।

বহিষ্কৃত হন দল থেকে। এবার সেই পোড় খাওয়া রাজনীতিবিদ যোগ দিলেন তৃণমূলে। যাঁকে উত্তরীয় পরিয়ে দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী নিজে।


এদিন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ তৃণমূলে যোগ দিলেন।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবৎ আজাদের ছেলে কীর্তি আজাদ বিজেপির টিকিটে বিহারের দ্বারভাঙা আসন থেকে ২ বার জিতে সাংসদ হন।

২০১৯ সালে বিজেপি ছেড়ে কীর্তি যোগ দেন কংগ্রেসে। এবার তিনি যোগ দিলেন ঘাসফুলে। জাতীয় রাজনীতি তথা উত্তর ভারতের রাজনীতিতে কীর্তি আজাদ একটি পরিচিত নাম।

এদিন সন্ধের দিকে আরও এক চমক দেয় তৃণমূল। তৃণমূলে যোগ দেন এক সময় কংগ্রেসের দাপুটে যুব নেতা অশোক তানওয়ার। হরিয়ানার রাজনীতিতে তিনি এক গুরুত্বপূর্ণ নাম।

অশোক তানওয়ার কংগ্রেস ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করার পর তৃণমূল যে এবার উত্তর ভারতেও নিজেদের পা রাখতে চলেছে তা পরিস্কার হয়ে যায়। হরিয়ানায় যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে তা অশোক তানওয়ারের যোগদান থেকেই স্পষ্ট।

গোয়া, ত্রিপুরার পর এবার উত্তর ভারতে নিজেদের মাটি শক্ত করতে উঠেপড়ে লাগা তৃণমূল এবার ভারতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতে খামতি রাখছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button