নবান্নে মুখ্যমন্ত্রী আদানি বৈঠক, রাজ্যে আসতে পারে বিশাল অঙ্কের বিনিয়োগ
পশ্চিমবঙ্গে কি এবার বড় অঙ্কের বিনিয়োগ আসতে চলেছে? নবান্নে শিল্পপতি গৌতম আদানি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকে তেমন ইঙ্গিত স্পষ্ট।
রাজ্যে দেশি বিদেশি শিল্পপতিদের বিনিয়োগ করায় উৎসাহ দিতে নিজে অনেক সময় তাঁদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করে সেখানে শিল্পপতিদের ডেকে বোঝানোর চেষ্টা হয়েছে সরকার কতভাবে তাঁদের সাহায্য করতে প্রস্তুত। তাঁদের এ রাজ্যে বিনিয়োগে উৎসাহ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু এখনও প্রথমসারির শিল্পগোষ্ঠীর বিনিয়োগ নজর কাড়েনি। এবার হয়তো সেই পথ প্রশস্ত হতে চলেছে। অন্তত বৃহস্পতিবার নবান্নে শিল্পপতি গৌতম আদানির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা সেই ইঙ্গিতই বহন করছে।
নবান্নে এসে গৌতম আদানি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে ঠিক কি কি বিষয় নিয়ে কথা হয়েছে তা জানা না গেলেও এটা জানা গেছে যে যা কথা হয়েছে তা শিল্প বিনিয়োগ নিয়েই। কারণ আদানি নিজেই সেকথা ট্যুইট করে জানিয়েছেন।
গৌতম আদানি যে আগামী এপ্রিল মাসে হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২২-এ যোগ দেবেন তাও এদিন জানিয়ে দিয়েছেন তিনি।
জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগ করেছেন আদানি। হলদিয়ায় তাঁর বিনিয়োগ রয়েছে। এবার তিনি এ রাজ্যে আরও বিনিয়োগ করতে উৎসাহী। আদানি তাঁর ট্যুইটেও এ রাজ্যের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই থেকে ফেরার পর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও এ রাজ্যের জন্য সম্ভাবনাময় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করেছেন যে তিনি এ রাজ্যে আম্বানি, আদানিদের মত শিল্পপতির বিনিয়োগ চাইছেন।