মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
মিশনারিজ অফ চ্যারিটি-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্র। একথা সামনে এনে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্যুইট করে মুখ খুললেন।
মাদার টেরিজা-র সেবামূলক সংগঠন হিসাবে খ্যাত মিশনারিজ অফ চ্যারিটি। যাদের প্রধান কার্যালয় কলকাতায়। নানা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সংগঠন।
সেই মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্র। একথা জানিয়ে এদিন একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন পুরো বিষয়টায়।
যদিও তিনি একথাও জানিয়েছেন যে আইন সবচেয়ে উপরে। তবে এটাও মাথায় রাখা দরকার যে এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় ২২ হাজার রোগী এবং সংস্থার বহু কর্মী খাবার ও ওষুধ পাবেন না।
তাই মানবিকতার দিকটাও ভেবে দেখা উচিত ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আইন অবশ্যই সর্বাগ্রে কিন্তু মানবিকতার সঙ্গেও আপস করা অনুচিত।
জানা যাচ্ছে একটি হোমের আবাসিকদের বাইবেল পড়তে বাধ্য করেছে সংস্থা বলে অভিযোগ সামনে এসেছে। এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তারপরই এই পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র।
তবে এ বিষয়ে না কেন্দ্রের তরফে মুখ খোলা হয়েছে, না মিশনারিজ অফ চ্যারিটির তরফে কিছু জানানো হয়েছে। এদিন অবশ্য মুখ্যমন্ত্রীর ট্যুইটের পর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত খবর সত্যতার তকমা পেল।
মাদার টেরিজা একজন রোমান ক্যাথলিক সন্ন্যাসিনী হলেও তাঁর যাবতীয় কর্মকাণ্ড কলকাতায়। ১৯৯৭ সালে প্রয়াত হন এই নোবেল শান্তি পুরস্কার বিজেতা। তিনি চলে গেলেও তাঁর সেবামূলক কাজে ব্রতী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে মিশনারিজ অফ চ্যারিটি।