মুখ্যমন্ত্রীর কড়া ধমক, বাড়ির বাইরে যাওয়া বন্ধ ভাইয়ের
ভাইকে কড়া ধমক দিয়েছেন তিনি। বাড়ি থেকে আর বার হতে মানা করেছেন। উদাহরণ হিসাবে নিজের পরিবারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর পরিবারের লোক বলে যে তিনি নিয়মের উর্ধ্বে এমনটা কখনই নয়। তাঁদেরও প্রতিটি নিয়ম মেনে চলতে হবে। যা রাজ্যের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, তা তাঁর পরিবারের লোকজনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এটা এদিন সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
করোনা পরিস্থিতি রাজ্যে ক্রমশ জটিল আকার নিচ্ছে। আর এই পরিস্থিতিতে সকলকেই করোনা বিধির নিয়ম মেনে চলতে হবে। এটা পরিস্কার করে দিয়ে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের কথা সামনে তুলে আনেন।
মুখ্যমন্ত্রী বলেন, তাঁর বাড়িতেই করোনা রোগী রয়েছেন। তাঁর ছোট ভাইয়ের স্ত্রী করোনা সংক্রমণের শিকার। আর তাঁর ভাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
মুখ্যমন্ত্রী জানান, তাঁর ভাই এভাবে রাস্তায় ঘুরতে পারেননা। বাড়িতে কারও করোনা হলে পরিবারের অন্যদেরও নিভৃতে বাড়িতেই থাকতে হবে। রাস্তায় ইচ্ছামতন এভাবে ঘুরে বেড়ানো যায়না।
তিনি ভাইয়ের আচরণে যে ক্ষুব্ধ তাও সাফ জানান মুখ্যমন্ত্রী। এও জানান যে তিনি ভাইকে মানা করে দিয়েছেন এভাবে তিনি যেন আর রাস্তায় না বার হন। বাড়িতেই থাকেন।
তিনি যে এভাবে নিয়ম ভাঙা পছন্দ করেননা তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন এও বলেন যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম।
মুখ্যমন্ত্রী এদিন এটাও পরিস্কার করে দেন যে তাঁর করোনা হয়নি। প্রসঙ্গত এমন একটি খবর শোনা যাচ্ছিল যে মুখ্যমন্ত্রীর করোনা হয়েছে। তিনি সে খবর ভুল বলে জানিয়ে দেন এদিন।